ভাত কাপড়ের সংস্থান করাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য নয়

ভাত কাপড়ের সংস্থান করাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য নয় । প্রকৃতিতে থাদ্যের অভাব নেই । মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর সমাজে প্রকটভাবে খাদ্যাভাব দেখা দেয় না । প্রকৃতিতে মানুষ ব্যতীত অন্য কোন প্রাণী সাধারনত অনাহারে থাকে না । অতিকায় হাতি প্রতিদিন ৩০০কেজি এবং একটি ক্ষুদ্র পিপঁড়া এক দানা চিনি খাদ্য হিসাবে খাদ্য
হিসাবে গ্রহন করে । পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পিপঁড়ের একদানা চিনি এবং হাতির ৩০০কেজি খাদ্য সংরক্ষন করে থাকেন । ভগবানের নিয়ন্ত্রিত এই প্রকৃতিতে কাউকে অভুক্ত থাকতে হয় না । কিন্তু সৃষ্টির সেরা মানব সমাজেই কেবল অভাব দেখা যায় । মানুষের এ অভাবের মূল হেতু হচ্ছে তার লোভ । যে মানুষের প্রয়োজন ১থেকে ২ কেজি চাল, সে চায় মজুত রাখে ১০০টন চাল । তখন চালের অভাব হওয়া স্বাভাবিক । পরমেশ্বর ভগবান সকলের জন্য একটি নির্দিষ্ট বরাদ্দ দিয়েছেন । কিন্তু কেউ যখন প্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট না থাকে , অপরের মুখের গ্রাস অপহরন করে নিজের সম্পদ বাড়াতে থাকে তখনই অভাবের সৃষ্টি হয় । যাদের মুখের গ্রাস কেড়ে নেয়া হলো ,তারা অনাহারে দিন যাপন করে । এটিই মানব সমাজে খাদ্যাভাবের প্রকৃতি কারন

Comments